Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

বাংলাদেশ একটি জনবহুল দেশ। তম্মধ্যে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা একটি ঘনবসতি র্পুণ এলাকা।এর আয়তন ৩৩৮.৭৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৫,৩৪,০৯৪ জন, জনসংখ্যার ঘনত্ব ১৫৭৬.৭৫ জন প্রতি বর্গকিলোমিটার । উপজেলার সক্ষম দম্পতির সংখ্যা ৯৫,৮৮৮ জন , উপজেলার মোট গ্রহনকারীর সংখ্যা ৭৫,২১৭ জন এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনকারীর হার (CAR) ৭৮.৪৪% । তন্মধ্যে পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) ৬৩%। বর্তমানে মোট প্রজনন হার (TFR) ২.৪। এছাড়া অপূর্ণ চাহিদার হার ১৩.৫% (২০১১ বিডিএইচএস) থেকে কমে ১০% এবং ড্রপ আউটের হার হ্রাস পেয়ে হয়েছে ৩০%। মাতৃমৃত্যুহার ও নবজাতকের মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে) উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে দক্ষ সেবাদানকারীর সহায়তায় প্রসব সেবার হার ৪০% এ উন্নীত হয়েছে।